News And Events

Click to Download


Workshop on operational manual (Anatomy) based on Curriculum 2021

Coxs Bazar Chapter-2024

 

সম্মানিত এনাটমিস্টবৃন্দ,

আমরা সকলেই এএসবি কর্তৃক প্রস্তুতকৃত অপারেশনাল ম্যানুয়াল (এনাটমি) অনুযায়ী প্রথম পেশাগত এমবিবিএস পরীক্ষা সম্পন্ন করেছি। এতে এক একজনের অভিজ্ঞতা / মতামত এক একরকম। বর্তমান অবস্থায় অপারেশনাল ম্যানুয়াল (এনাটমি) বেইসড অন কারিকুলাম ২০২১ এর ব্যবহারিক প্রয়োগ এর মাধ্যমে অভিজ্ঞতার আলোকে একটি ওয়ার্কশপ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। অনেক এনাটমিস্টই এই ওয়ার্কশপ করার জন্য তাগাদা দিচ্ছেন। সামনে রমজান মাস সমাগত। এমতাবস্থায় পরবর্তী রেগুলার (নভেম্বর -২০২৪) প্রথম পেশাগত পরীক্ষা আরোও অধিকতর সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য রোজার পর পর আগামী এপ্রিল-২০২৪ এর তৃতীয় বা চতুর্থ সপ্তাহে দুই দিন ব্যাপী  এনাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশ এক ওয়ার্কশপ এর আয়োজন করতে যাচ্ছে।

ওয়ার্কশপ এর সম্ভাব্য তারিখ:  ২৪/০৪/২০২৪ ইং - ২৫/০৪/২০২৪ ইং

সম্ভাব্য ভেন্যু: কক্সবাজার

উক্ত ওয়ার্কশপটি সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য প্রাথমিকভাবে ৬ সদস্যের একটি কোর কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যগন নিম্নরূপ:

১। অধ্যাপক ডাঃ হুমায়রা নাওসাবা - সভাপতি

২। অধ্যাপক ডাঃ রোকসানা আহমেদ - সদস্য

৩। ডাঃ লায়লা ফারজানা খান - সদস্য

৪। ডাঃ মোঃ আশরাফুল আজিম - সদস্য

৫। ডাঃ তুনাজ্জিনা কাউসার – সদস্য

৬। ডাঃ এ এইচ এম মোস্তফা কামাল - সদস্য সচিব

 

সকল এনাটমিস্টগণকে তাঁদের অভিজ্ঞতার আলোকে SAQ, SEQ, ORAL & PRACTICAL BOARD -I & II এর গঠনমূলক সমালোচনা, সংশোধন ও মতামত (যুক্তিযুক্ত) নিম্নের ইমেইলে আগামী ১০/০৩/২০৪ইং তারিখের মধ্যে প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। উক্ত ওয়ার্কশপ সাফল্য মন্ডিত করার জন্য আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতামত প্রদান এর ইমেইল: asbanatomy.bd@gmail.com

সকল এনাটমিস্টবৃন্দের সুচিন্তিত মতামত ও স্বশরীরে উক্ত ওয়ার্কসপে উপস্থিতি একান্ত কাম্য।

**** ওয়ার্কশপ আয়োজন এর সিদ্ধান্ত এএসবি এর ৫ম কার্যকরী পরিষদ সভার অনুমোদন রয়েছে এবং সভাপতির ও সহ-সভাপতির (১ম) নির্দেশনা মোতাবেক কোর কমিটি গঠন করা হয়েছে।

 

ধন্যবাদান্তে-

ডাঃ এ এইচ এম মোস্তফা কামাল

জেনারেল সেক্রেটারি

এনাটমিক্যাল সোসাইটি  অব   বাংলাদেশ